রবিবার১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ১৯শে রজব, ১৪৪৬ হিজরি৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

 কারাগার থেকে পালানো সেই কয়েদি আবু বক্কর গ্রেপ্তার

আবু বক্কর সিদ্দিক।

গাজিপুর জেলা প্রতিনিধি–

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া আবু বক্কর সিদ্দিক (৩৭) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদিকে আটক করেছে পুলিশ। গতকাল {বুধবার} দুপুরে শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

;আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।”

;শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান- শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় গতকাল বুধবার দুপুরের দিকে আবু বক্কর সিদ্দিক সন্দেহভাজন হিসেবে চলাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তার বাড়ি সাতক্ষীরা।”

;পরে খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি পলাতক আসামি। পরে ওইদিনই আবু বক্কর সিদ্দিককে শরীয়তপুর আদালতের মাধ্যমে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়। ”

;পুলিশ সূত্রে জানা গেছে- ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক নিজের তৈরি মই বেয়ে পালিয়ে যান। একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।;