কুমিল্লা-
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার এই আদেশ দেওয়া হয়।”
;নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।এর আগে- গত সোমবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।এতে তিনি উল্লেখ করেন- স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করছেন।”
;মহানগর আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ”
;সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নিয়েও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় এমপি।অভিযোগে আরও বলা হয়- বিভিন্ন এলাকার নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় এসে মোটরসাইকেল শোডাউনসহ নানা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”
;এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ ছাড়া ভোটের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে আতঙ্ক বাড়ছে।;