বুধবার৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায়  তরুণীর মরদেহ টমেটো ক্ষেত থেকে উদ্ধার

 বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– কুমিল্লা বরুড়া উপজেলার খোসবাশ ইউনিয়নের নবীপুর গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে আমেনা বেগম নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

বরুড়া থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে নবীপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে আমেনা বেগমের (২৬) মরদেহ বাড়ির পাশে টমেটো ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা।
এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় আমেনা বেগমের মুখে গামছা ঢুকানো ছিল। সে গেল সাত বছর স্বামী পরিত্যক্ত ছিল বলেও পুলিশ জানায়।

 পুলিশ  রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।