রবিবার২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রজব, ১৪৪৬ হিজরি১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১০০০ ফেনসিডিল,গাড়ি সহ চাঁদপুরে আটক ৪

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব । এদের মধ্যে দুজন নারী। এছাড়া একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে শরীয়তপুর থেকে ফেরি পারাপার হয়ে হরিণা ফেরিঘাটে ওঠার পথে প্রাইভেটকার ও একটি হাইস গাড়ি থেকে তাদের আটক ও ফেনসিডিল জব্দ করে র‌্যাব-১১ কুমিল্লা।

হরিণাঘাটের ব্যবসায়ীরা জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাইস গাড়িটি দ্রুত ঘাট ত্যাগ করে। তাদের আটক করা সম্ভব হয়নি। প্রাইভেটকারটিও দ্রুত চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়িকে ধাক্কা দিলে র‌্যাব তাদের আটক করেন।

র‌্যাব-১১ কুমিল্লার এসপি প্রণব কুমার বলেন, ভারত থেকে ফেনসিডিল এনে ফরিদপুর ও চাঁদপুর হয়ে মাদক কারবারিরা ঢাকার উদ্দেশে রওনা হয়। তারা আরো জানান গোপন  সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।