মঙ্গলবার৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা- মৃত্যুদণ্ড স্বামীর

; পারিবারিক কলহের জেরে ফেসবুকে লাইভে এসে ফেনী পৌরসভার বারাহিপুর এলাকায় তাহমিনা আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী ওবায়দুল হক টুটুলকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। “

;আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ বলেন- সকল তথ্য প্রমাণের ভিত্তিতে খুনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে।”

;আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করতে বলা হয়েছে। এ ছাড়া বিচারক বলেছে, আসামি চাইলে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে।রায়ের পর হত্যাকাণ্ডের শিকার তাহমিনার বাবা সাহাব উদ্দিন বলেন- ন্যায়বিচার পেয়েছি, বিচার এবং সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এ রকম দ্রুত রায় হলে অন্যান্য লোকেরা অপরাধ কর্মকাণ্ড করতে ভয় পাবে “

;রায়ের বিষয়ে বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, ‘অল্প সময়ে মামলাটির বিচার কাজ শেষ হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আমরা সুবিচার পেয়েছি। মাত্র ৬০ কার্য দিবসে এই হত্যার বিচার হয়। “

;আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন- আমরা সুবিচার পাইনি। সুবিচারের জন্য উচ্চ আদালতে আমরা আপিল করবো। আসামি ছাড়া হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই।”

;আদালত সূত্র জানায়- গত ১৯ অক্টোবর মঙ্গলবার তাহমিনা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে টুটুলের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ ও বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু। আলোচিত নুসরাত হত্যা মামলার আইনজীবী শাহজাহান সাজু তাহমিনা হত্যা মামলাও নিজ খরচে পরিচালনা করেন।”

;আসামি পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী আবদুস সাত্তার।চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার বাদী নিহতের বাবা সাহাব উদ্দিনের সাক্ষ্যগ্রহণের শুরু হয়। এই মামলায় ১৭ জনেরে ১৩ জনের সাক্ষ্য প্রদান করে।”

;২০ জানুয়ারি থেকে বিচারকার্য শুরু হয়। গত বছরের ১৫ ডিসেম্বর একমাত্র আসামি ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমরান হোসেন গত ১১ নভেম্বর টুটুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন “

;২০২০ সালের ১৫ এপ্রিল স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করেন ওবায়দুল হক টুটুল। এ ঘটনায় সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।”

;পরিবার সূত্র জানায়- প্রায় ৫ বছর আগে ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড বারাহিপুর এলাকার গোলাম মাওলার ছেলে ওবায়দুল হক টুটুল কুমিল¬ার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে বিয়ে করেন। তাদের তাফান্নুন আরোয়া মায়োস নামে দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে।”

;স্ত্রীকে হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য নিজেই দায়ী বলে স্বীকার করেন।এ ছাড়া পারিবারিক অশান্তির জন্য স্ত্রীকে দায়ী করেন। তার স্ত্রী পরিবারকে ব্লাকমেইল করতেন বলেও দাবি করেন। ভিডিওতে তার মেয়েকে দেখভালের জন্য সবার কাছে অনুরোধ করেন তিনি “