সোমবার১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এসপি বাবুল স্ত্রী হত্যায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা– পাচ বছর আগের চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।”

;আজ মঙ্গলবার (১১/০৫/২১) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই “

’’জিজ্ঞাসাবাদের জন্য বাবুলকে গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়। পিবিআইয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, বাবুল আক্তার তো মামলার বাদী। তিনি নিজে নিজেই চট্টগ্রামে গিয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলেছি।”

,’প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ে কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় ঢাকায় অবস্থান করা মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ””