মঙ্গলবার২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিধবা হলেন বিয়ের ৭ দিনের মাথায়

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– গতকাল ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের নওগাও গ্রামে বিয়ের ৭ দিনের মাথায় স্বামী হারিয়ে বিধবা হয়েছে সুলতানা। মঙ্গলবার সন্ধায় জহিরুল ইসলাম নামে এক যুবক দুষ্টমি করে মোটরসাইকেল দিয়ে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় সুলতানার স্বামী আশরাফুল ইসলাম আশু। সে ওই নওগাও গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম আশু (২২) গত ৭দিন আগে বিয়ে করে সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামে সালামের মেয়ে সুলতানাকে। গত মঙ্গলবার সন্ধায় আশু নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে নওগাও বাজারে যাওয়ার পথে ঠাট্টা করে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয় শিয়ালকুল গ্রামের জয়নাল মিয়ার ছেলে জহিরুল ইসলাম। এতে ঘটনাস্থলে ই মারা যায় সে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মটরসাইকেল চালক জহিরুল ইসলাম পলাতক রয়েছে।