বুধবার২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলা নিউজিল্যান্ডে, বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য রক্ষা পেল

সংগৃহীত- ছবি

ডেক্স রিপোট-ক্রাইস্টচার্চ শহরের হাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে আজ শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। ওই মসজিদে বাংলাদেশ দলের তামিম ইকবালসহ কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তারা নিরাপদে রয়েছেন।

টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।