রবিবার১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্যামসাং চেয়ারম্যানের ১৬ মাসের জেল

বাংলা সংবাদ২৪ ডেস্ক– আইন ভঙ্গ করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাংয়ের বোর্ড চেয়ারম্যান লি স্যাং হুনকে কারাদণ্ড দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক আদালত এই রায় দিয়েছে।

শ্রমিকদের ইউনিয়ন করতে না দেয়ার অভিযোগ উঠেছিল লি স্যাং-হুনের বিরুদ্ধে। স্যামসাং ইলেক্ট্রনিক্স মেরামত ইউনিট, স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে সাব-কন্ট্রাক্ট শ্রমিকরা চেয়ারম্যান লিসহ আরও ২৫ জনকে অভিযুক্ত করে এই মামলা করেছিলেন।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার রায় দিয়েছে আদালত। ২০১৩ সালে স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে কাজ করা কর্মীরা একটি ইউনিয়ন করতে চেয়েছিলেন। কিন্তু সংস্থার প্রধান কর্মকর্তারা তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

চেয়ারম্যান লি একটি কাস্টমার সার্ভিস ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা থাকাবস্থায় ইউনিয়নের কাজ খাটো করে দেখাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। মঙ্গলবারের মামলার রায়ে সেগুলোই উঠে এসেছে।