সোমবার৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সঙ্গিনীসহ গ্রেপ্তার সাঈদীপুত্রকে নিয়ে বৈঠককারী রকি বড়ুয়া

আজীবন কারাদণ্ডদেশ নিয়ে কারাগারে থাকা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য সাঈদীপুত্রকে নিয়ে বৈঠককারী লোহাগাড়ার রকি বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র্যাব ৭
 মঙ্গলবার (১২ মে) ভোরে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসময় তার কাছে অস্ত্র উদ্ধারের পাশাপাশি রক্ষিতাসহ চার সহযোগিকেও গ্রেপ্তার করে র্যাব ৭ এর একটি দল।

 তবে গ্রেপ্তার এড়াতে নগরীর পাঁচলাইশ এলাকার একটি ভবনের ছাদ থেকে পালাতে গিয়ে নীচে পড়ে তার পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপারেশনের জন্য।

  বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল। তিনি জানান, সরকারি নির্দেশনা পেয়ে সোমবার সাহেরির সময় নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসা ঘেরাও করে র্যাব ৭ সদস্যরা। খবর পেয়ে রকি বড়ুয়া পালতে গিয়ে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে পা ভেঙে যায় তার৷।

 এসময় বিদেশি পিস্তল, মদ, এক নারীসহ তার চার সহযোগিকেও গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে দেশ বিদেশের বিভিন্ন সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তোলা ছবি, সাঈদীর মুক্তি নিয়ে করা বৈঠকের ছবিসহ নানা কাগজপত্র উদ্ধার করা হয়।