logo
বালিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ পূর্ণমিলন ও নতুন কমিটি ঘোষণা
সংবাদ প্রকাশিত:

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের হল রুমে সংস্থার সভাপতি মীর মোহাম্মদ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট শাহজাহান খান।
সংস্থার সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুল কাদের খান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মোঃ আবুল খায়ের সোহেল হোসেন, মোঃ হোসেন বিএসসি, মোঃ মজিবুর রহমান, মোঃ আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার সদস্য হাফেজ মোহাম্মদ মোরসালিন। এসময় বক্তারা সংস্থার ভবিষ্যৎ কার্যাবলী আরো ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।