logo
বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসহায় ছাত্র মামুন
সংবাদ প্রকাশিত:

আগস্টের ৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে, গুলিবদ্ধ অবস্থায় রাজধানীর উত্তরায় উইমেন্স হাসপাতালে ভর্তি আছে।

গুলি তার এক গাল দিয়ে গিয়ে আরেক গাল দিয়ে বের হয়েছে এবং তার জিহবার তিন ভাগের এক অংশ কেটে গেছে, চোয়ালসহ ভেঙে গেছে।তার অবস্থা খুবই খারাপ এবং সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে।এখন তার উন্নত চিকিৎসার ব্যবস্থা জরুরি।।

এখন পর্যন্ত সে কোন সরকারি সাহায্য পায়নি এবং তার কোন খোঁজ খবরও নেয়া হয়নি। তার পারিবারিক অবস্থা খুবই খারাপ।

এমতাবস্থায় তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও সাহায্য করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি।

আহত ছাত্রের নাম:- আব্দুল্লাহ আল মামুন, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল আছে।
ঠিকানা :রোড নাম্বার ৯,সেক্টর ১ আই সি ইউ বেড নাম্বার ৮.
প্রয়োজনে -মোবাইল :- 01906173969 ( আহতের ভাই)
01813888987 (আহত ছাত্রের স্ত্রী)