logo
হবিগঞ্জে বিএনপির সভায় পুলিশের বাধা, সংঘর্ষ
সংবাদ প্রকাশিত:

জেলা প্রতিনিধি-

সিলেটের বিভাগীয় সমাবেশ উপলক্ষে হবিগঞ্জে প্রস্তুতি সভায় পুলিশ হামলা করেছে বলে অভিযোগ জানিয়েছে বিএনপি। এতে তাদের ৩০ নেতাকর্মী আহত হন বলেও অভিযোগ। বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলার বামই বাজারে এ ঘটনা ঘটে।”

;জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক জি কে গউছ জানান, শনিবার (১৯ নভেম্বর) সিলেটের সমাবেশ সফল করার লক্ষ্যে লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় স্থানীয় দারগ আলী মার্কেটের সামনে। মাগরিবের নামাজ শেষে নেতাকর্মীরা সেখানে পৌঁছালে ওসি (তদন্ত) চম্পক দাম, এসআই দেবাশীষের নেতৃত্বে পুলিশ বাধা দেয়। ”

;এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। প্রত্যক্ষদর্শী জানান- পুলিশের হামলার পর বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকলে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।”

লাখাই থানার ওসি চম্পক দাম জানান- এ ঘটনায় আট পুলিশ আহত হয়েছেন। তবে পুলিশ কত রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে তা জানা যায়নি। বিএনপি নেতা জি কে গউছ দাবি করেন, পুলিশের হামলায় তিনিসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।”

;লাখাই থানার ওসি নুনু মিয়া বলেন- বিএনপি সহিংসতার প্রস্তুতি নেয়ার সময় পুলিশ বাধা দেওয়ায় তাদের ওপর নেতা কর্মীরা চড়াও হয়।এতে কয়েকজন পুলিশ সদস্য হয়েছে।,