স্টাফ রিপোটার-ময়মনসিংয়ের ত্রিশালে তাল গাছ সাফাই করতে ৫০ ফুট উপরে উঠে অজ্ঞান হয়ে পড়া কবীর মিয়াকে উদ্ধার করেছে ত্রিশাল ফায়ার সার্ভিসের ফায়ারম্যানরা। দুঃসাহসিক অভিযানের পর কবির মিয়াকে ফায়ারম্যানরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, সোমবার বিকেলে উপজেলার বইলর ইউপির বড় পুকুপাড়ে আশেক উল্লার ছেলে কবির মিয়া তাল গাছ সাফাই করতে গাছে উঠে। এসময় সে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়ে।
কবিরের বাবা আশেক উল্লাহ অজ্ঞান হওয়ার বিষয়টি আঁচ করতে পেরে আশে পাশের লোকজনকে ডাকতে শুরু করেন। স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে আমাদের খবর দিলে আমার ও লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে অজ্ঞান কবির মিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ত্রিশাল হাসপাতালে প্রেরণ করা হয়। নিঃসন্দেহে এটি একটি দুঃসাহসিক অভিযান।

ফায়ার অভিযানে উদ্ধার তাল গাছের অজ্ঞান ব্যাক্তি
সংবাদ প্রকাশিত:
