logo
করোনার দ্বিতীয় ডোজ নিয়ে ও আক্রান্ত হয়ে হাসপাতলে ভতি আলমগীর
সংবাদ প্রকাশিত:

নিজস্ব সংবাদদাতা-– জনপ্রিয় তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন গত ১৪ ফেব্রুয়ারি ।তারা  এরপর গত ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন ।”

”জানা গেল আজ মঙ্গলবার- দুটি ডোজ নিয়েও করোনা পজিটিভ হয়েছেন আলমগীর। বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিনী রুনা লায়লা। বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরের অ্যান্টিবডি তৈরি কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি “