logo
বরিশালের যে গ্রামের সবাই ২৫০ বছর ধরে মারবেল খেলে!
সংবাদ প্রকাশিত:

বরিশাল প্রতিনিধি-প্রায় ২৫০ বছর ধরে একটি গ্রামের সবাই মারবেল খেলে। বছরের নির্দিষ্ট দিনে মারবেল খেলে তারা। অবাক করা তথ্য হলেও সত্যি মারবেল খেলার জন্য আলাদা করে মেলার আয়োজন করা হয়।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক গ্রামের পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় আড়াইশ’ বছর ধরে মেলাটির আয়োজন করে আসছেন এলাকাবাসী।