logo
 চিকিৎসকসহ আরো ৪জন চাঁদপুরে করোনা শনাক্ত
সংবাদ প্রকাশিত:

চাঁদপুরে আরো ৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনা প্রেরণকৃতদের মধ্য থেকে কচুয়ার একজনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

এছাড়া মতলব আইসিডিডিআরিবি হাসপাতালের একজন ডাক্তার, ডাক্তারের আড়াই বছর বয়সী সন্তান ও হাসপাাতালের একজনের স্টাফের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তারা আইসিডিডিআরবি ঢাকা কেন্দ্রে নমুনা পাঠিয়েছিলেন। তবে তারা মতলবে কর্মরত থাকায় এবং সেখানে চিকিৎসাধীন থাকায় তাদের পরিসংখ্যান চাঁদপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।

এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪জন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।