logo
আইসিইউতে সেই নুসরত জাহান
সংবাদ প্রকাশিত:

বাংলা সংবাদ২৪ ডেস্ক– টালিউডের বিউটি কুইন ও পশ্চিমবঙ্গের বসিরহাটের আলোচিত সংসদ সদস্য   নুসরাত জাহান গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে অসুস্থ হয়ে পড়েন হার্টথ্রুব এই নায়িকা। নুসরাতের হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন তার পরিবার ও স্বজনরা। তারা নুসরাতের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এছাড়া বেশ কিছুদিন ধরেই নুসরতের শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে তার স্বজনরা জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে।