শুক্রবার১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি ভাবে ডোপ টেস্ট পরীক্ষার ফি নির্ধারণ

বাংলা সংবাদ২৪ ডেক্স-– ডোপ টেস্ট পরীক্ষার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি চাকরিতে নিয়োগের আগে বাছাইকৃত ব্যক্তির বিদ্যমান স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপ টেস্ট পরীক্ষা অন্তর্ভুক্ত করতে নন স্পেসিফিক টেস্ট ও অ্যালকোহল টেস্টের বিভিন্ন ধরনের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক পরিপত্র জারি করা হয়।

নন স্পেসিফিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে বেঞ্জোডায়াজেপিন, এম্পিটামাইনস, ওপিয়াটেস ও কেননাবিনোইডস- এ চার ধরনের পরীক্ষার প্রতিটির ফি ১৫০ টাকা ও অ্যালকোহল পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে ডোপ টেস্ট পরীক্ষার এ ফি নির্ধারণ করা হলো। গত বছরের ৫ ডিসেম্বর সব শ্রেণির সরকারি চাকরিতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সব শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) কাছে পাঠাতে হবে।