শুক্রবার২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচণ্ড গরমে অতিষ্ঠ দেশের মানুষ, শুক্রবার আরও বাড়তে পারে

প্রচণ্ড গরমে অতিষ্ঠ শিশু ছবি -সংগৃহীত

বাংলা সংবাদ২৪ ডেক্স– বেড়েই চলছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ দেশের মানুষ। বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ বিকাল থেকে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের উপর দিয়ে মৃদু তাপ দাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। শুক্রবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে।

আজ বেলা সোয়া দুইটার দিকে ময়মনসিংহে ৩৭ দশমিক ২, রাঙামাটি, কুমিল্লা ও ফেনীতে ৩৮ দশমিক ৪, সিলেটে ৩৮ দশমিক ৩, ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫, রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৭ এবং বরিশালে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
তবে চিকিৎসরা বলেছেন গরমে বাহিরের খাবার যাতে না খাওয়া হয়।